স্টারলাইট ছাড়াও ১৭টি ভারতীয় বহুজাতিক কোম্পানি পরিবেশ ও মানবাধিকার লঙঘন করছে, বিজেপি সরকার নীরব

দেশের ৪টি সরকারি এবং ১৩টি বেসরকারি বহুজাতিক নামকরা সংস্থা ভয়ঙ্করভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে এবং মানবাধিকার লঙঘন করছে– মানবাধিকার সংস্থা কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ (সিএইচআরআই)–এর এক রিপোর্টে প্রকাশিত হয়েছে৷

তুতিকোরিনের স্টারলাইট কারখানা মারাত্মক দূষণ ঘটাচ্ছে পার্শ্ববর্তী এলাকায়, এটা বহু আগেই (২০০৭ সালে) জানা গিয়েছিল৷ রিপোর্টে প্রকাশ, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড এবং ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন–এর মতো সরকারি সংস্থা মারাত্মক পরিবেশ দূষণ ঘটাচ্ছে৷ যে বেসরকারি কোম্পানিগুলি এই কালো তালিকার অর্ন্তভুক্ত রয়েছে সেগুলি হল– রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, রিলায়েন্স পাওয়ার, টাটা পাওয়ার, পসকো, কেয়ার্ন এনার্জির মতো নামী কোম্পানি৷ মারাত্মক পরিবেশ দূষণ, ধারাবাহিকভাবে মানবাধিকার লঙঘন, নৈতিকতা সংক্রান্ত মূল নীতির চূড়ান্ত লঙঘন ইত্যাদি নানা দোষে দুষ্ট এই কোম্পানিগুলি৷ এই কোম্পানিগুলি সর্বোচ্চ মুনাফার লোভে দূষণ নিয়ন্ত্রণনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থায় পর্যাপ্ত অর্থ খরচই করে না৷ ফলে প্রাণ যায় এলাকার মানুষের৷ সরকার বহুজাতিক পুঁজির সেবাদাস হিসাবেই কাজ করে৷ এদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয় না৷ এদের আটকাতে হলে চাই তুতিকোরিনের মতো আন্দোলনের জোয়ার সৃষ্টি করা৷                 

তথ্য সূত্র : কাউন্টারভিউ ১ জুন, ২০১৮

(৭০ বর্ষ ৪২ সংখ্যা ৭জুন, ২০১৮)