সিরিয়ার উপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা

সিরিয়ার  উপর  সাম্রাজ্যবাদী  আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৪ এপ্রিল এক বিবৃতিতে বলেন, সমস্ত আন্তর্জাতিক আইন, রীতি–নীতি এবং প্রথাকে সম্পূর্ণ লঙঘন করে সাম্রাজ্যবাদী আমেরিকা–ব্রিটেন–ফ্রান্স একযোগে ১৪ এপ্রিল ভোরে সিরিয়ার উপর কমপক্ষে ১০০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে বর্বর হামলা চালিয়েছে৷ বিদ্রোহীদের উপর আসাদ সরকারের রাসায়নিক হামলার মিথ্যা অজুহাতে এই ক্ষেপণাস্ত্র হানা চালানো হয়েছে৷ যদিও এই রাসায়নিক হামলার অভিযোগের কোনও প্রমাণ নেই এবং অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন৷

বিশ্বের সমস্ত সাম্রাজ্যবাদ বিরোধী শান্তিকামী মানুষের কাছে আমাদের আবেদন, এই জঘন্য হামলার নিন্দায় সোচ্চার হোন৷ এই বর্বর হামলা অবিলম্বে বন্ধ করার দাবিতে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলুন৷                                             

গুয়াহাটি, আসাম
হায়দরাবাদ, তেলেঙ্গানা
জাজপুর, ওড়িশা
ভিওয়ানি, হরিয়ানা

(৭০ বর্ষ ৩৫ সংখ্যা ২০ এপ্রিল, ২০১৮)