সাফাইকর্মীদের দাবিতে সোচ্চার এস ইউ সি আই (কমিউনিস্ট)

বাঁকুড়া পুরসভার সাফাই কর্মীদের নিরাপত্তার স্বার্থে দস্তানা, মাস্ক ও বিশেষ জুতো দেওয়ার দাবি তুলল এসইউসিআই (সি)। ৬ এপ্রিল এ নিয়ে বাঁকুড়ার চার্চ মোড় লাগোয়া এলাকায় সাফাই কর্মীদের নিয়ে একটি বৈঠক হয়। দলের বাঁকুড়া জেলা কমিটির সদস্য স্বপন নাগ বলেন, সাফাইকর্মীদের প্রায়ই ঝোপঝাড়ে ঢুকে কাজকর্ম করতে হয়। নোংরা জিনিস হাত দিয়ে তুলে সাফ করতে হয়। অথচ তাঁদের দস্তানা বা পায়ের জুতো দেওয়া হয় না। এমনকি করোনা পরিস্থিতিতেও তাঁদের মাস্ক দেওয়া হচ্ছে না। সাফাই কর্মীদের পর্যাপ্ত দস্তানা,জুতো ও মাস্ক দেওয়ার দাবিতে বৈঠকের পর বাঁকুড়া পুরভবনে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবিলম্বে এসব সরঞ্জাম দেওয়ার দাবি করেন এস ইউ সি আই (সি)-র প্রতিনিধিরা। পুরসভার তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।