সরকারি কর্মীর স্বীকৃতি চাই বিশাল মিছিলে দাবি মিড–ডে মিল কর্মীদের

২৮ ডিসেম্বর রাজ্যের নানা জেলা থেকে আগত ৬ সহস্রাধিক মিড–ডে মিল কর্মী কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিক্ষোভ দেখান এবং রাজ্যপালকে স্মারকলিপি দেন৷

কেরালার মতো রাজ্য মিড–ডে মিল কর্মীদের মাসে সাড়ে ৬ হাজার টাকা ভাতা দিলেও পশ্চিমবঙ্গে তাঁরা পান মাত্র দেড় হাজার টাকা৷ এটুকু পেতেও অপেক্ষা করতে হয় মাসের পর মাস৷ মিড–ডে মিলে বরাদ্দ ছাত্র পিছু মাত্র ৪ টাকা ৩৫ পয়সা৷ এর ফলে একদিকে যেমন ছাত্রছাত্রীদের যথাযথ পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব হয় না, পাশাপাশি রান্নার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলাও সম্ভব নয়৷ এর ফলে রান্নায় যুক্ত কর্মীদের  পরিশ্রম বাড়ে৷ এর উপর কেন্দ্রীয় সরকার মিড–ডে মিলকে এন জি ও–র উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সরকারের কোনও দায় দায়িত্বই কার্যত থাকছে না৷ মিড–ডে মিল কর্মীদের ছুটি, ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা, পি এফ ইত্যাদি এমনিতেই নেই৷ আর সরকার হাত তুলে নিলে ভাতটুকুও জুটবে না৷

রানি রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশে সভাপতিত্ব করেন সারা বাংলা মিড–ডে মিল কর্মী ইউনিয়নের সভাপতি অশোক দাস৷ প্রধান বক্তা ছিলেন এ আই ইউ টি ইউ সি রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য৷ সংগঠনের সহ সভাপতি সনাতন দাস, রাজ্য সম্পাদিকা চপলা বর প্রমুখ নেতৃবৃন্দও বক্তব্য  রাখেন৷ মিড–ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি, মাসিক ১৮ হাজার টাকা বেতন, ছাত্র অনুপাতে কর্মী নিয়োগ সহ ১৩ দফা দাবিতে রাজ্যপালকে স্মারকলিপি দেওয়া হয়৷

আগামী ২৮ জানুয়ারি পার্লামেন্ট অভিযানে কর্মীদের সামিল হওয়ার আবেদন জানান নেতৃবৃন্দ৷

(গণদাবী : ৭১ বর্ষ ২১ সংখ্যা)