শ্রম আইন সংশোধনের তীব্র প্রতিবাদ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির

70 Year 33 Issue 6 April, 2018

একদিকে দেশজুড়ে রামনবমী ও হনুমান জয়ন্তী উদযাপনের নামে শ্রমজীবী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি, অপরদিকে শ্রম আইনের বুনিয়াদি কাঠামো ধ্বংস করার লক্ষ্যে ‘ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট’ এনে দেশের মালিকদের চরম শোষণের পথ করে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার৷ এর ফলে কলে–কারখানায় মালিকরা ৬ মাস, এক বছরের জন্য শ্রমিকদের কাজে নিয়োগ করবে, যাতে থাকবে না পিএফ, গ্র্যাচুইটি, ইএসআই৷ যখন খুশি ছাঁটাই করবে৷ এই পদক্ষেপের বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির উদ্যোগে ২ এপ্রিল কলকাতার নিজাম প্যালেসে ডেপুটি লেবার কমিশনার (সেন্ট্রাল)–এর কাছে ডেপুটেশন সংগঠিত হয়৷ এআইইউটিইউসি রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডিএলসি–র সাথে সাক্ষাৎ করেন৷ কলে–কারখানায় দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার জন্য কমরেড দিলীপ ভট্টাচার্য সমবেত শ্রমিক–কর্মচারীদের্ কাছে আহ্বান জানান৷ তিনি বলেন, বিজেপি সরকার মালিকদের দীর্ঘদিনের আকাঙক্ষা পূরণ করতেই শ্রম আইনের ভিত্তিকে ধ্বংস করে মালিকদের হাতে এই অস্ত্র তুলে দিল৷