শূন্যপদে স্থায়ী নিয়োগের দাবিতে মেদিনীপুরে যুববিক্ষোভ

70 Year 29 Issue 9 March 2018

 

সকল বেকারকে কাজ, কাজ না দেওয়া পর্যন্ত উপযুক্ত বেকার ভাতা, সরকারি শূন্যপদে দ্রুত স্থায়ী নিয়োগ, মদ–জুয়া–সাট্টা ও ক্রবমর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে ২৭ ফেব্রুয়ারি যুব সংগঠন এ আই ডি ওয়াই ও–র ডাকে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি রূপায়িত হয়৷ তার আগে দেড়শো যুবকের সুসজ্জিত মিছিল জেলা শহর পরিক্রমা করে৷ জেলাশাসক দপ্তরের সামনে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অঞ্জন মুখার্জী, ও যুব নেতা মানিক পড়্যা, সুশান্ত পাণিগ্রাহী৷ পরে জেলা সম্পাদক কমরেড সূর্য পড়্যা ও অনিন্দিতা জানার নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দেন৷ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান চালিয়ে যাবার আহ্বান জানান নেতৃবৃন্দ৷