শিলিগুড়িতে যুববিক্ষোভ

সকল বেকারকে কাজ না দেওয়া পর্যন্ত বেকারভাতা প্রদান, সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ,  বেসরকারিকরণ বন্ধ করা, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান, ধর্মীয় উন্মাদনা ও সাম্প্রদায়িকতা বন্ধ, মদ নিষিদ্ধ করা, শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করা,  শিলিগুড়ি মহকুমায় ডেঙ্গু প্রতিরোধে বিজ্ঞানসম্মত ব্যবস্থা গ্রহণ, নদী থেকে বালি তোলা বন্ধ করার ফলে কর্মরত শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থা করার দাবিতে ২৬ আগস্ট শিলিগুড়িতে এসডিও দপ্তর অভিযান করে এআইডিওয়াইও৷ বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অঞ্জন মুখার্জী ও দার্জিলিং জেলা ইনচার্জ কমরেড ধনঞ্জয় রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

(গণদাবী : ৭২ বর্ষ ৫ সংখ্যা)