Breaking News

রাশিয়ায় সরকারি নীরবতা উপেক্ষা করে সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন

গোটা পৃথিবী জুড়ে শ্রমিক শ্রেণি উদযাপন করেছে মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ৷  রাশিয়ার বর্তমান বুর্জোয়া সরকার নাৎসি বাহিনীর বিরুদ্ধে লালফৌজের যুদ্ধযাত্রার ৭৬ বছর স্মরণে একটি প্যারেড আয়োজন করেই দায় সেরেছে৷ যে বিপ্লব অবসান ঘটিয়েছিল মানুষের উপর মানুষের সমস্ত রকম শোষণের, তা আজ ভুলিয়ে দিতে চায় রাশিয়ার পুতিন সরকার৷ ভুলিয়ে দিতে চায় সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের গৌরবোজ্জ্বল ইতিহাস৷

কিন্তু রাশিয়ার খেটে–খাওয়া সাধারণ মানুষ ভুলতে পারে না সে কথা৷ আজ থেকে একশো বছর আগে শোষণমুক্তির যে সংগ্রাম ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল, রাশিয়া সহ পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অন্য দেশগুলির অসংখ্য মানুষ প্রবল আবেগে স্মরণ করেছে সেই সমাজতান্ত্রিক বিপ্লবকে৷ শপথ নিয়েছে মানুষে মানুষে বৈষম্য সৃষ্টিকারী শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থাকে বিপ্লবের আঘাতে উচ্ছেদ করে নতুন দিন আনার, সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার৷

৭ নভেম্বর বিভিন্ন কমিউনিস্ট সংগঠনের ডাকে রাশিয়ার মস্কো (ছবি), লেনিনগ্রাদ, নোভোসিবির্স্ক, ওমস্ক সহ অন্যান্য শহরে মহান লেনিন ও স্ট্যালিনের ছবি এবং লাল পতাকা হাতে  মিছিলগুলিতে মানুষের ঢল নেমেছিল৷