রাজ্য সরকারের মদ বিক্রিতে লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া জনবিরোধী — এস ইউ সি আই(সি)

ফাইল চিত্র

রাজ্য সরকারের তরফে মদ বিক্রিতে লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ৭ সেপ্টেম্বর এস ইউ সি আই(সি) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য নিম্নলিখিত বিবৃতি দিয়েছেন –

“করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন আর্থিকভাবে বিপর্যস্ত, বেকারি, ছাঁটাই, মূল্যবৃদ্ধি চরম আকার ধারণ করেছে তখন তাদের যথাযথ সাহায্য করার পরিবর্তে দুর্দশাগ্রস্ত অবস্থায় যাতে আরও মাদকাসক্ত হয় এবং প্রতিবাদ করতে না পারে সেই উদ্দেশ্যেই রাজস্ব বৃদ্ধির নাম করে সরকারের তরফে মদ বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া, তা পূর্ণ করলে উৎসাহ ভাতা দেওয়া এবং না করলে দোকান বন্ধ করে দেওয়ার ফতোয়া অত্যন্ত জনবিরোধী বলে আমরা মনে করি। এর ফলে গার্হস্থ হিংসা, নারী নির্যাতন যেমন বাড়বে তেমনি গরীব মানুষ অভাবের তাড়না ও দুঃখ হতাশা ভুলতে আরও মাদকাসক্ত হতে সাহায্য করা হবে। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানাচ্ছি ও একইসাথে রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবিও করছি”।