রাজ্যে রাজ্যে পার্টি সম্মলন

হরিয়ানা

২৪–২৫ অক্টোবর গুরগাঁওয়ের প্রজাপতি চৌপলে এসইউসিআই(সি) হরিয়ানা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ কেন্দ্রীয় অবজারভার হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শঙ্কর সাহা এবং বিহার রাজ্য সম্পাদক কমরেড অরুণ কুমার সিং৷ সম্মেলনে কমরেড সত্যবানকে রাজ্য সম্পাদক হিসাবে পুনঃনির্বাচিত করে ২২ জনের রাজ্য কমিটি গঠিত হয়৷

বিহার

৮ অক্টোবর তৃতীয় বিহার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় জামালপুরে৷ প্রকাশ্য অধিবেশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সত্যবান এবং ওড়িশা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড শঙ্কর দাশগুপ্ত, ঝাড়খণ্ড রাজ্য সম্পাদক কমরেড রবীন সমাজপতি, উত্তরপ্রদেশ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড স্বপন চ্যাটার্জী৷ সভাপতিত্ব করেন বিহার রাজ্য সম্পাদক কমরেড অরুণকুমার সিং৷

ওই দিন প্রতিনিধি অধিবেশনে রাজ্য সম্পাদক উত্থাপিত সাংগঠনিক প্রস্তাবের উপর প্রতিনিধিরা আলোচনা করেন৷ সম্মেলন থেকে কমরেড অরুণকুমার সিং–কে সম্পাদক করে ১৫ সদস্যের রাজ্য কমিটি নির্বাচিত হয়৷

অধিবেশন শেষে এক সুসজ্জিত মিছিল শহর পরিক্রমা করে৷

ওড়িশা

ভুবনেশ্বরের গঙ্গোত্রী নগরে ২৭–২৮ অক্টোবর দলের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলন থেকে কমরেড ধূর্জটি দাসকে সম্পাদক করে ৩০ জনের রাজ্য কমিটি নির্বাচিত হয়৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কমরেড সৌমেন বসু, কমরেড স্বপন ঘোষ, কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ও কমরেড কান্তিময় দেব৷

সিকিম

২ অক্টোবর পার্বত্য রাজ্য সিকিমে এস ইউ সি আই (সি)–র সংগঠনী কমিটি গঠিত হয় দক্ষিণ সিকিমের নামচিতে অনুষ্ঠিত এক কনভেনশনের মধ্য দিয়ে৷ কেন্দ্রীয় অবজারভার হিসাবে উপস্থিত ছিলেন কমরেড শঙ্কর ঘোষ৷ সিকিমে সংগঠনের কাজকর্মের তত্ত্বাবধায়ক দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সৌরভ মুখার্জী সাংগঠনিক রিপোর্ট পেশ করেন৷ জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং এস ইউ সি আই (সি)–র প্রয়োজনীয়তা শীর্ষক তিনটি দলিল নিয়ে প্রতিনিধিরা ব্যাপক চর্চা করেন৷ কমরেড ভানুভক্ত শর্মাকে কনভেনর করে ১৪ জনের প্রস্তুতি কমিটির ঘোষণা করেন কমরেড হেমন্ত দাওয়ারি৷

পুদুচেরি

এস ইউ সি আই (সি)–র আসন্ন তৃতীয় পার্টি কংগ্রেস উপলক্ষে ২৪ অক্টোবর পুদুচেরিতে অনুষ্ঠিত হয় প্রথম পুদুচেরি রাজ্য কনভেনশন৷ সভাপতিত্ব করেন রাজ্য প্রস্তুতি কমিটির সম্পাদক কমরেড লেনিন দুরাই৷ এ যুগের অন্যতম মার্কসবাদী চিন্তানায়ক, দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কনভেনশন৷ উদ্বোধনী ভাষণ দেন দলের তামিলনাড়ু রাজ্য সম্পাদক কমরেড এ রেঙ্গাস্বামী৷ বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কমরেড কে শ্রীধর, পুদুচেরি রাজ্য প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড অনাভরথন প্রমুখ৷

প্রতিনিধি অধিবেশনে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির সদস্য কমরেড ইউ মুথু, কমরেড আর পান্ডিয়ান ও কমরেড এ মহম্মদ বিলালকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী৷ জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি সংক্রান্ত খসড়া বিষয়ে আলোচনা করেন ১৬ জন প্রতিনিধি, যাঁদের মধ্যে বেশ কয়েকজন অন্য বামদলগুলির জনস্বার্থবিরোধী কার্যকলাপে হতাশ হয়ে দলত্যাগ করে এস ইউ সি আই (সি)–র সঙ্গে যুক্ত হয়েছেন৷ কেন্দ্রীয় কমিটি মনোনীত নতুন রাজ্য প্রস্তুতি কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন কমরেড কে শ্রীধর৷ আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে কনভেনশন সমাপ্ত হয়৷

অন্ধ্রপ্রদেশ

২৭–২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য সংগঠনী কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয় অনন্তপুরের রশিদ ভবনে৷ বি এস অমরনাথকে সম্পাদক  করে ৬ জনের রাজ্য সংগঠনী কমিটি গঠিত হয়৷ কেন্দ্রীয় অবজার্ভার হিসাবে উপস্থিত ছিলেন কমরেড রাধাকৃষ্ণ, কমরেড শ্রীধর, কমরেড অমিতাভ চ্যাটার্জী এবং কমরেড কে উমা৷

(৭১ বর্ষ ১৪ সংখ্যা ১৬ – ২২ নভেম্বর, ২০১৮)