রাজনৈতিক প্রভাবমুক্ত ন্যায় বিচারের দাবি লিগাল সার্ভিস সেন্টারের

সাম্প্রতিককালে যে ভাবে বিচারব্যবস্থার ওপর বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব বিস্তারের ঘৃণ্য প্রচেষ্টা লক্ষ করা যাচ্ছে। বিচারক ও বিচারব্যবস্থাকে এভাবে বিভিন্ন দলের পক্ষে টানা ন্যায় বিচারের পরিপন্থী। এর বিরুদ্ধে লিগাল সার্ভিস সেন্টারের উদ্যোগে ২১ এপ্রিল কলকাতা হাইকোর্ট সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকোর্ট ও সাব-ডিভিশনাল কোর্টে স্মারকলিপি দেওয়া হয়। তাদের দাবি– ১) বিচারব্যবস্থায় নিরপেক্ষতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সুনিশ্চিত করতে হবে,২) বিচারব্যবস্থার দলীয়করণ বন্ধ করতে হবে, ৩) গণতন্ত্রের অন্যতম প্রধানস্তম্ভ বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, ৪) পশ্চিমবঙ্গের সমস্ত কোর্টে শূন্যপদ পূরণ করতে হবে। এই দাবিতে লিগ্যাল সার্ভিস সেন্টারের উদ্যোগে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

গণদাবী ৭৪ বর্ষ ৩৬ সংখ্যা ২৯ এপ্রিল ২০২২