মোটরভ্যান চালকদের আন্দোলনের জয়

হুগলি জেলায় ৩০ হাজারের বেশি গরিব মানুষ বাঁচার তাগিদে মোটর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি চন্দননগর পৌরনিগমের পুরকমিশনার নোটিশ জারি করেন– চন্দননগর এলাকায় মোটরভ্যান নিষিদ্ধ। ফলে শুরু হয় মোটরভ্যান ধরপাকড় এবং গাড়িচালকদের থেকে লিখিয়ে নেওয়া, তাঁরা মোটরভ্যান চালাবেন না। এর প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে চন্দননগর পৌরনিগমে ও থানায় বিক্ষোভ দেখানো হয়। পাঁচশোরও বেশিমোটরভ্যান চালক শহরে বিক্ষোভ মিছিল করেন। এসিপি চন্দননগর পুলিশ কমিশনারেটের উপস্থিতিতে থানার আই সি-কে ডেপুটেশন দেওয়া হয়। আন্দোলনের চাপে আটক গাড়িগুলি ছেড়ে দেওয়া হয় এবং মোটরভ্যান চালকরা তাঁদের অধিকার ফিরে পান।

(গণদাবী : ৭২ বর্ষ ৩১ সংখ্যা)