মেডিকেল ছাত্রদের সমস্যা নিয়ে কর্ণাটকে লাগাতার আন্দোলন

মেডিকেল কলেজগুলিতে প্রবাসী ভারতীয়দের জন্য আসন সংরক্ষণের বিরুদ্ধে এবং লাখ লাখ টাকায় মেডিকেলের আসন বিক্রির প্রতিবাদে এ আই ডি এস ও–র নেতৃত্বে এক মাস ধরে কর্ণাটকে আন্দোলন চলছে৷ দলমত নির্বিশেষে সকল ছাত্রদের নিয়ে গড়ে উঠেছে  মেডিকেল স্টুডেন্টস স্ট্রাগল কমিটি, ডেন্টাল স্টুডেন্টস স্ট্রাগল কমিটি৷ এদের সাথে মেডিকেল সার্ভিস সেন্টার, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি এবং এ আই ডি এস ও যুক্ত হয়ে ৯ ফেব্রুয়ারি বাঙ্গালোরের কে জি এস ক্লাবে কনভেনশন অনুষ্ঠিত হয়৷ মুখ্য অতিথি, কর্ণাটকের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অধ্যাপক রবি ভার্মা বলেন, মেডিকেলে এন আর আই কোটা দেশের স্বার্থ বিরোধী এবং অসাংবিধানিক৷ এর তীব্র প্রতিবাদ করা উচিত৷ তাঁর বক্তব্য, দেশের মানুষের ট্যাক্সের টাকায় মেডিকেল কলেজ গড়ে উঠেছে, সেখানে বিদেশিদের জন্য আসন সংরক্ষণ কেন? টাকার জোরে এর সুযোগ নিচ্ছে একমাত্র ধনীরা৷ এটা সাধারণ ছাত্রদের স্বার্থবিরোধী, মেধার বিরোধী৷

আই এম এ–র রাজ্য সভাপতি ডাঃ মধুসূদন করিগনুর এন আর আই কোটার সম্পূর্ণ বিরোধিতা করে বলেন, টাকার ভিত্তিতে মেডিকেলের মতো শিক্ষা ব্যবস্থা পরিচালিত হলে ডাক্তারদের মধ্যে সামাজিক এবং নৈতিক দায়িত্ববোধ গড়ে উঠবে না৷ এ ছাড়া বক্তব্য রাখেন ডাঃ সুধা কামাথ (এম এস সি), কে উমা প্রমুখ৷ আন্দোলন পরিচালনার জন্য এ আই ডি এস ও–র সভাপতি ডাঃ প্রমোদকে আহ্বায়ক করে স্ট্রাগল কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৯ সংখ্যা)