মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ব্যর্থ, রক্তাক্ত, সন্ত্রাস জর্জরিত নির্বাচন

বিভিন্ন জেলায় বহু বুথে পুনর্নির্বাচনের দাবি করল এসইউসিআই(সি)

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর রাজ্য সম্পাদক সৌমেন বসু ১৪ মে এক বিবৃতিতে বলেন

‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতিকে সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণ করে আজ পশ্চিমবঙ্গের সর্বত্র উত্তর থেকে দক্ষিণ প্রায় সমস্ত জেলায় যে নির্বাচনের ছবি ফুটে উঠেছে তাকে রক্তাক্ত, সন্ত্রাসকবলিত নির্বাচন ছাড়া কিছু বলা যায় না৷

নিরাপত্তার নিশ্চয়তা প্রহসনে পরিণত হয়েছে৷ তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীরা অবাধে বুথ দখল করেছে, ছাপ্পা ভোট দিয়েছে, বাধা পেলে বোমা–গুলি–ছুরি ইত্যাদি নিয়ে আক্রমণ করে প্রতিবাদী ও প্রতিরোধকারী মানুষকে হত্যা করতেও পিছপা হয়নি৷

আমরা নির্বাচন কমিশনের কাছে দফায় দফায় জেলা এবং বুথ ধরে ধরে অভিযোগ পাঠিয়েছি৷ সর্বশেষ অভিযোগগুলিকে একত্র করেও আমাদের দলের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের অফিসে তা জমা দিয়ে এসেছেন৷ রাজ্যের বিভিন্ন জেলার বহু বুথে আমরা পুনর্নির্বাচনের দাবি করেছি৷ ওই অভিযোগের কপি এই বিবৃতির সঙ্গে আপনাদের অবগতির জন্য দেওয়া হল৷

প্রসঙ্গত, কুলতলি ব্লকের মেরীগঞ্জ অঞ্চলে বালিরচক বুথে জনৈক ব্যক্তির দুঃখজনক মৃত্যুর সঙ্গে যেভাবে আমাদের দল এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর নাম যুক্ত করা হয়েছে তা সর্বৈব মিথ্যা৷ ঘটনা হল তৃণমূলের সশস্ত্র বাহিনী ওই বুথ দখল করতে এলে গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের বাধা দিতে উদ্যত হয়৷ দুষ্কৃতীবাহিনী গুলি চালায়৷ তাতেই একজন গ্রামবাসী মারা যান, যাকে তৃণমূল তাদের দলের কর্মী বলে দাবি করেছে৷ সুতরাং এই মৃত্যুর জন্য এস ইউ সি আই (কমিউনিস্ট)কে দায়ী করা অত্যন্ত নিন্দনীয়৷’’

(৭০ বর্ষ ৩৯ সংখ্যা ১৮ মে, ২০১৮)