মিড–ডে মিল বেসরকারি হাতে দেওয়ার চক্রান্ত কেন্দ্রীয় সরকারের

পশ্চিমবঙ্গে মিড–ডে মিল কর্মীর সংখ্যা প্রায় ২৭ লক্ষ৷ সারা দেশে সংখ্যাটা কয়েক কোটি৷ স্কুলে ছাত্রছাত্রীদের জন্য দুপুরের খাবার রান্না এবং পরিবেশন করে থাকেন এঁরা৷ সরকার এঁদের নিয়োগ করলেও এঁদের নেই কোনও কর্মচারীর স্বীকৃতি৷ বছরে মাত্র ১০ মাসের জন্য সাম্মানিক বরাদ্দ এবং তার পরিমাণও অতি সামান্য৷ পি এফ, পেনশন, বোনাস ইত্যাদির কোনও বালাই নেই৷ সরকারি বঞ্চনার কী সাংঘাতিক নজির৷ একটা আধুনিক দেশের সরকার তার নিয়োজিত কর্মীকে এভাবে বঞ্চনার মধ্যে কীভাবে ঠেলে দিতে পারে সেটাই বিস্ময়কর

তবুও বেকার সমস্যায় জর্জরিত মানুষ এই কাজটুকুও হাতছাড়া করতে চান না৷ কেন্দ্রীয় সরকারের একটি সিদ্ধান্ত মিড–ডে মিল কর্মীদের ছাঁটাইয়ের মুখে ঠেলে দিচ্ছে৷ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পটি তুলে দেবে এনজিওগুলির হাতে৷

এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা মিড–ডে মিল কর্মী ইউনিয়ন৷ ইউনিয়নের হাওড়া জেলা কমিটি ৩ জুন শ্যামপুর ১নং বিডিও–র মাধ্যমে ডি এম–এর কাছে দাবিপত্র পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছে৷ ইউনিয়নের অন্যান্য দাবি– সরকারি স্বীকৃতি, শ্রম আইন অনুযায়ী শ্রমিকের মর্যাদা, ১২ মাসের বেতন, সামাজিক সুরক্ষার ব্যবস্থা, বছরে এক জোড়া পোশাক৷

 

(গণদাবী : ৭১ বর্ষ ৪৪ সংখ্যা)