মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ শ্যামপুরে

কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে মিড ডে মিল প্রকল্প পরিচালিত হয়। ছাত্রছাত্রীদের মুখে খাবার তুলে দেওয়ার হাড়ভাঙা পরিশ্রম করেও মিড-ডে-মিল কর্মীরা মাসে মাত্র ১৫০০ টাকা পান। তাও বছরে মাত্র ১০ মাস। এই কর্মীদের কোনও রকম সামাজিক সুরক্ষা, পিএফ, পেনশন বা অবসরকালীন ভাতা দেওয়া হয় না। ‘সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন’-এর পক্ষ থেকে বহুবার কেন্দ্র ও রাজ্য সরকারকে কর্মীদের দুরবস্থার কথা জানানো হয়েছে। কোনও ফল হয়নি। মিড ডে মিল কর্মীদের বহু পরিবারই আজ অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।

এই বঞ্চনার বিরুদ্ধে ইউনিয়নের হাওড়া জেলা শ্যামপুর-২ ব্লক কমিটির উদ্যোগে ১১ এপ্রিল ব্লক অফিসের গেটে সমবেত হয়ে কর্মীরা মিছিল কবে এসে বিক্ষোভ দেখান এবং দাবিপত্র জমা দেওয়া হয়। বিশেষত কর্মীদের বিনা কারণে ছাঁটাই করা, নিয়ম বহির্ভূত ভাবে স্কুলের কাজ করানো এবং প্রতি মাসে বেতন না পাওয়ার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন সাগরিকা বর্মন, মলি কাইতি ও দেবশ্রী পাল সহ অন্যান্যরা। কর্তৃপক্ষ দাবিগুলি ঊর্ধ্বতন পদাধিকারীদের জানাবেন বলে আশ্বাস দেন।

গণদাবী ৭৪ বর্ষ ৩৬ সংখ্যা ২৯ এপ্রিল ২০২২