মধ্যপ্রদেশে ছাত্র সম্মেলনে বিপুল সাড়া

জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে এবং শিক্ষার সর্বস্তরে ফি-বৃদ্ধি, শিক্ষার বেসরকারিকরণ, ব্যবসায়ীকরণ ও সাম্প্রদায়িকীকরণের প্রতিবাদে মধ্যপ্রদেশ এ আই ডি এস ও-র দ্বিতীয় রাজ্য সম্মেলন হল ৭ মার্চ। সম্মেলন স্থলটি শিক্ষা বিষয়ক মনীষীদের উদ্ধৃতি প্রদর্শনীতে সজ্জিত ছিল। সম্মেলন হল নেতাজি সুভাষচন্দ্র বোস ও সম্মেলন মঞ্চ শহিদ চন্দ্রশেখর আজাদের নামাঙ্কিত করা হয়। বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ ও সর্বজনীন শিক্ষা নীতির দাবিতে ছাত্র সম্মেলন করার জন্য সেভ এডুকেশন কমিটি রাজ্য কো-অর্ডিনেটর ডাঃ রামঅবতার শর্মা ছাত্রদের ধন্যবাদ জানান। সম্মেলনে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড প্রতাপ সামলের শুভেচ্ছাবার্তা পাঠ করা হয়।

সম্মেলনে এনএমসি বিল বাতিলের দাবিতে প্রস্তাব গৃহীত হয়। রাজ্য জুড়ে এআইডিএসও-র নেতৃত্বে পরিচালিত সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনকে ব্যাপক রূপ দিতে এবং ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষার দাবিতে দীর্ঘস্থায়ী ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কমরেড অজিত সিং পাওয়ারকে সভাপতি, কমরেড স্মৃতি শিওহরকে রাজ্য সম্পাদক করে ৫১ জনের রাজ্য কমিটি গঠিত হয়।