বেসরকারিকরণের মাসুল দিতে হল মধ্যপ্রদেশের অসহায় বাসযাত্রীদের

১৬ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের সিধি এলাকায় যাত্রীভর্তি বাস খালের ধারে পড়ে যাওয়ায় নারী-শিশু সহ ৪৭ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় মৃতদের জন্য গভীর শোকজ্ঞাপন করে এস ইউ সি আই (সি)-র মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড প্রতাপ সামল ১৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, পরিবহণের সামগ্রিক বেসরকারিকরণ জনস্বার্থকে কী মারাত্মক বিপদে ফেলতে পারে এই দুর্ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। বেসরকারি মালিকরা মুনাফার স্বার্থে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। সরকার এবং প্রশাসন এই মৃত্যুর দায় অস্বীকার করতে পারে না।

তিনি দাবি করেছেন, মৃতদের পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, রাস্তা ও বাসের রক্ষণাবেক্ষণে নজরদারির দায়িত্বে থাকা অফিসারদের কঠোর শাস্তি দিতে হবে।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ২৩ সংখ্যা_২৬ ফেব্রুয়ারি, ২০২১)