বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী পূর্তি অনুষ্ঠান ত্রিপুরায়

১৪ ফেব্রুয়ারি আগরতলার প্রেস ক্লাবে বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী উদাযাপন কমিটির উদ্যোগে বর্ষ ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন কমিটির সম্পাদক ডঃ অলোক শতপথী। বিদ্যাসাগরের জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা করেন সুভাষকান্তি দাস ও তপন লোধ। বক্তারা বাংলা ভাষার বিকাশ, আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রচলন, বিধবা বিবাহ আইনসিদ্ধ করা ও বাল্য বিবাহ রদ করা সহ সমাজসংস্কারে বিদ্যাসাগরের বলিষ্ঠ ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভানেত্রী পূর্ণিমা রায় ও সঞ্চালনা করেন প্রণব নন্দী।