বিজেপি–শিবসেনার কাটমানি খাওয়ার পরিণতি ,দেওয়াল ভেঙে মুম্বাইয়ে ৩০ জনের মৃত্যু

প্রবল বৃষ্টির দাপটে দেওয়াল ভেঙে পড়ে মুম্বাইয়ের মালাডে প্রাণ চলে গেল ২৭ জনের এবং কল্যাণ শহরে আরও ৩ জনের৷ আহত হয়েছেন দেড় শতাধিক৷ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কী ভাবে? এ কি শুধুই প্রকৃতির তাণ্ডব? না৷ মিউনিসিপ্যালিটির একটা জল–নিকাশি প্রকল্পের জন্য বছর দেড়েক আগে এই দেওয়াল যখন গাঁথা হয়েছিল, তখনই তাতে কন্ট্রাক্টর ও প্রশাসনিক কর্তাদের যোগসাজসে নিম্নমানের দেওয়াল তৈরির অভিযোগ উঠেছিল৷ দেওয়ালের একদিক বরাবর ছিল অসংখ্য দরিদ্র মানুষের বাস৷ মুম্বাইয়ে জল–নিকাশের পরিস্থিতি ভয়াবহ হওয়া সত্ত্বেও দীর্ঘকাল ধরে এই প্রকল্পের কাজ চলছে অত্যন্ত শ্লথ গতিতে৷ শুধু এটাই নয়, রাজ্যের বহু নিকাশি প্রকল্পের নির্মান ও মেরামতির কাজ চূড়ান্ত অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে৷ সরকারে থাকা শিবসেনা–বিজেপি এই অবহেলা নিয়ে কোনও পদক্ষেপ করেনি৷ শুধু তাই নয়, তারা এর থেকে কাটমানি খেতেই ব্যস্ত থেকেছে৷ পূর্বতন কংগ্রেস বা এনসিপি পরিচালিত বোর্ডও তাই করেছে৷

এসইউসিআই(সি) দলের মুম্বাই সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড অনিল ত্যাগী বলেন, ‘‘এই মর্মান্তিক দুর্ঘটনার সম্পূর্ণ দায় রাজ্যে ক্ষমতাসীন বিজেপি–শিবসেনা সরকারের৷ অবিলম্বে, যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত জলাধার ও নিকাশি ব্যবস্থার বেহাল দশা ঠিক করতে হবে৷ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে কার্যকরী পদক্ষেপ করতে হবে৷’’ তিনি বলেন, ‘‘নিরপেক্ষ তদন্ত করে এই দুর্ঘটনার জন্য প্রত্যক্ষ ভাবে দায়ী কন্ট্রাক্টর ও প্রশাসনিক কর্তাদের শাস্তি দিতে হবে৷ নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সম্পূর্ণ বিনামূল্যে উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত সরকারকে করতে হবে৷’’

(গণদাবী : ৭১ বর্ষ ৪৮ সংখ্যা)