বিএসএনএল–এর ঠিকা শ্রমিকদের আন্দোলনের পাশে এস ইউ সি আই (সি)

এস ইউ সি আই (সি)–র প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল বি এস এন এল–এর কলকাতা শাখায় অনশনকারী ঠিকা শ্রমিকদের ন্যায্য দাবিগুলি পূরণের জন্য কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে একটি চিঠি পাঠিয়েছেন৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও এ বিষয়ে তৎপর হওয়ার জন্য ২৮ আগস্ট চিঠি পাঠিয়েছেন৷ চিঠিতে তিনি জানিয়েছেন, ১৬ আগস্ট থেকে এই কর্মীরা অনশন করছেন৷ তাঁদের দাবি ১) সাত মাসের বকেয়া বেতন অবিলম্বে দিতে হবে, ২) কাজের দিনসংখ্যা মাসে ২৬ দিন থেকে কমিয়ে ২০ দিন করা চলবে না, ৩) শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে, ৪) ফোর–জি পরিষেবা চালু করতে হবে এবং বি এস এন এলের আধুনিকীকরণ করতে হবে৷ প্রায় ৫ হাজার শ্রমিক দীর্ঘ ২০–২৫ বছর ধরে এই সংস্থায় ঠিকা শ্রমিক হিসাবে কাজ করছেন৷ ডাঃ মণ্ডল এঁদের সমস্যা উপলদ্ধি করে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই সক্রিয় হওয়ার জন্য আবেদন জানিয়েছেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ৬ সংখ্যা)