বাসে ছাত্র কনসেশনের দাবিতে ডিএসও–র আন্দোলন

দার্জিলিং : এআইডিএসও দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য বাসভাড়া এক–তৃতীয়াংশ করার দাবিতে ৯ জুলাই আরটিও–র কাছে ডেপুটেশন দেওয়া হয়৷ সংগঠনের পক্ষে ২০ জনের এক প্রতিনিধি দল এই ডেপুটেশন অংশগ্রহণ করে৷ ডেপুটেশনের পর মিছিল করে শিলিগুড়ি গার্লস স্কুল, হাকিমপাড়া গার্লস স্কুল ও শিলিগুড়ি বয়েজ স্কুল ঘুরে কোর্ট মোড়ে এসে সভা হয়৷ বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড অপূর্ব মণ্ডল৷ এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে পুনরায় বিক্ষোভের কথা ঘোষণা করা হয়৷

বাঁকুড়া : বিপুল পরিমাণে বর্ধিত ভাড়া অবিলম্বে কমানো, ছুটির দিন সহ প্রতি দিনই পরিবহণে ছাত্র কনসেশন, বাসে ছাত্রদের হয়রানি বন্ধ, বিভিন্ন রুটে ভোরে ও সন্ধ্যের সময় পর্যাপ্ত বাসের ব্যবস্থার দাবিতে বাঁকুড়া জেলা ডিএসওর পক্ষ থেকে ১৩ জুলাই আরটিও–কে ডেপুটেশন দেওয়া হয়৷

(৭০ বর্ষ ৪৮ সংখ্যা ২০ জুলাই, ২০১৮)