বন্ধ চটকল খুলতে সরকারকে উদ্যোগী হওয়ার দাবি এ আই ইউ টি ইউ সি–র

এ আই ইউ টি ইউ সি–র রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য ৫ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন,

‘‘পশ্চিমবঙ্গে একের পর এক চটকল বন্ধ করে দিচ্ছে মালিকরা৷ ইতিমধ্যে হুগলি জেলায় ১০ সহস্রাধিক চটকল শ্রমিক ৭ মাস ধরে কর্মহীন৷ এ সপ্তাহে ওই জেলার হেস্টিংস ও নর্থ ব্রুক জুট মিল, উত্তর ২৪ পরগণার কামারহাটি জুটমিল  ও কলকাতার হুগলি জুট মিল মালিকরা বন্ধ করে দিয়েছে৷ ফলে আরও ২০ হাজার শ্রমিক  কাজ হারিয়েছেন৷ বাস্তবে শ্রমিক পরিবারের সন্তান–সন্ততি সহ লক্ষাধিক মানুষ আজ অনাহার ও অর্ধাহারে দিন যাপন করছেন৷ কেন্দ্র ও রাজ্য সরকার মালিকদের এই স্বেচ্ছাচার ও অন্যায়কে মদত দিচ্ছে এবং মিল খোলার ক্ষেত্রে কোনওরূপ কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না৷ আমাদের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারকে তৎপর হয়ে অবিলম্বে নিঃশর্তে মিলগুলি খোলার ব্যবস্থা করতে হবে৷ আমরা সকল চটকল শ্রমিক ও সর্বস্তরের শ্রমজীবী মানুষকে বন্ধ চটকলগুলি খোলার দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি’’৷

(গণদাবী : ৭১ বর্ষ ১৭ সংখ্যা)