ফি বৃদ্ধি বিরোধী আন্দোলনের জয়

হায়দরাবাদের বেসরকারি প্রতিষ্ঠান চৈতন্যভারতী ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টে (সিবিআইটি) এমনিতেই বাৎসরিক ফি ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা৷ কর্তৃপক্ষ একলাফে তা বাড়িয়ে ২ লক্ষ টাকা করে দেয়, তাও আবার শিক্ষাবর্ষের মাঝখানে৷ এই অস্বাভাবিক ফি বৃদ্ধির বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ করে এ আই ডি এস ও গঠন করে সিবিআইটি ছাত্র সংগ্রাম কমিটি৷ অভিভাবকদের সহযোগিতায় এই কমিটি প্রতিবাদ, অবস্থান, পথ অবরোধ প্রভৃতি লাগাতার আন্দোলন শুরু করে৷ আন্দোলনের চাপে অবশেষে কলেজ কর্তৃপক্ষ ফি–বৃদ্ধি সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে বাধ্য হয়৷

আন্দোলনে নেতৃত্ব দেন ডি এস ও–র তেলেঙ্গানা–অন্ধ্রপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড আর গঙ্গাধর, সহ সভাপতি কমরেড বি তেজা, জেলা সভাপতি কমরেড মল্লেশ রাজ, কমরেডস সত্যনারায়ণ, গঙ্গাজি, ঊষা কিরণ প্রমুখ৷