পুরুলিয়ায় বিক্ষোভ যুবশ্রীদের

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যুবশ্রীদের সমস্ত সরকারি দপ্তরে গ্রুপ–সি, গ্রুপ–ডি–তে অবিলম্বে নিয়োগ, বাজারমূল্য অনুযায়ী উৎসাহ ভাতা বৃদ্ধি, বন্ধ ভাতা পুনরায় চালু, জেলা স্তরে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যুবশ্রীদের অগ্রাধিকার, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত সকল বেকারের কাজের দাবিতে ২২ নভেম্বর পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে পুরুলিয়া ডিএম দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়৷

অর্ধশতাধিক যুবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন৷ ডিএম অনুপস্থিত থাকায় এডিএম ডেপুটেশন গ্রহণ করেন৷ তিনি দাবিগুলির যৌক্তিকতা বিচার করে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন৷ কর্মসূচিটিতে নেতৃত্ব দেন সমিতির রাজ্য কমিটির অফিস সম্পাদক প্রণয় সাহা, পুরুলিয়া জেলা সভাপতি জ্যোতির্ময় ঘোষ, কোষাধ্যক্ষ স্বদেশপ্রিয় মাহাত প্রমুখ৷দাবি পূরণ না হলে নেতৃত্বের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের আহ্বান জানানো হয়৷