পানীয় জলের দাবিতে পদ্মের হাটে পথ অবরোধ, দাবি আদায়

২৯ মার্চ দক্ষিণ ২৪ পরগণার জয়নগর বিধানসভার পদ্মের হাটে মহিলারা পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন। তাদের দাবি, গত দুই বছর ধরে পানীয় জলের সমস্যায় তাঁরা বিপর্যস্ত। সব জানা সত্ত্বেও প্রশাসন কোনও উদ্যোগ নেয়নি। মহিলারা আওয়াজ তোলেন, প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এরপর জয়নগর থানার আইসি এসে প্রতিশ্রুতি দেন আগামী দশ দিনের মধ্যে একটা কমিটি গঠন করে জলের লাইন পরিষ্কার করার ব্যবস্থা করা হবে এবং যতদিন ব্যবস্থা না হচ্ছে প্রতিদিন জলের গাড়ি পাঠানো হবে। পিএইচই-র স্থানীয় কর্তারা গ্রামের মধ্যে দুটি জলের ট্যাঙ্ক বসানোর প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতির পর অবরোধ তুলে নেওয়া হয়। আন্দোলনের নেতৃত্ব দেন শাহানা মোল্লা, খাদিজা বিবি, সাজিদা মোল্লা প্রমুখ।