নারীনিগ্রহের বিরুদ্ধে জাকারিয়া স্ট্রিটে মিছিল

অল বেঙ্গল স্টুডেন্টস স্ট্রাগল কমিটির আহ্বানে ৭ মে কলকাতায় মৌন মিছিল সংগঠিত হয়৷ দেশজুড়ে শিশুকন্যা সহ মহিলাদের ওপর ক্রমাগত বাড়তে থাকা নৃশংস আক্রমণ ও খুনের বিরুদ্ধে এ দিন বিকাল ৫টা নাগাদ মহম্মদ জান হাইস্কুলের সামনে থেকে স্কুল–কলেজের ছাত্রছাত্রীরা হাতে কালো ব্যাজ পরে মৌন মিছিলে সামিল হন৷ মিছিল এগোতে থাকলে সংলগ্ণ এলাকার নাগরিক এবং সাধারণ পথযাত্রীরাও যোগ দেন৷ প্রায় এক ঘন্টা ব্যানার–প্লাকার্ড নিয়ে পথ হাঁটেন তাঁরা৷ জাকারিয়া স্ট্রিটে এসে মিছিল শেষ হয়৷ সেখানেই কমিটির সহসম্পাদক গুলাম ওয়ারিশ উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘উচ্চমাধ্যমিকে ইংরেজির সাথে উর্দুতেও প্রশ্নপত্রের দাবিতে আমাদের কমিটি যেমন লড়াই করছে, পাশাপাশি অন্যান্য সামাজিক সংকট প্রতিকারের জন্যও আমরা বাংলার ছাত্রসমাজকে একত্রিত করে লড়াইয়ে থাকব৷’’ কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘‘উর্দুমাধ্যম স্কুল–কলেজের জরাজীর্ণ শিক্ষাব্যবস্থার কথা সরকারের দৃষ্টিগোচর করা এবং তা দূর করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে আমাদের কমিটি লড়ছে৷’’

কমিটির অন্যতম উপদেষ্টা জুবেইর রব্বানি বলেন, ‘‘৫–৬ মাসের শিশুকন্যা থেকে শুরু করে ৭০–৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত কারোরই রেহাই নেই পুরুষদেহধারী বিকৃত লালসার ঘৃণ্য পশুদের কবল থেকে৷ রাস্তাঘাটে, স্কুল–কলেজে, অফিস–কাছারিতে এমনকী নিজের বাড়ির চৌহদ্দিতেও অনেকে নিরাপত্তার অভাব বোধ করছে৷ অথচ সরকারগুলো কার্যত নির্বিকার৷ তারা কেউ ‘বেটি বাঁচাও’ কেউ ‘কন্যাশ্রী’র বিজ্ঞাপন দিচ্ছে কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিচ্ছে না৷ তাদের নজর শুধুমাত্র ভোটের দিকে, ক্ষমতাদখল আর নিজেদের আখের গোছানোর দিকে৷ এই পরিস্থিতিতে, আজ প্রতিটি সাধারণ মানুষের নিজের উদ্যোগে সচেতন এবং সক্রিয় হয়ে উঠে, ঘর থেকে শুরু করে, অলিগলি থেকে শুরু করে, প্রতি ইঞ্চিতে সঙঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা ছাড়া এই পাশবিকতা বর্বরতা থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়৷ আজকের এই মিছিল সেই উদ্দেশ্যেই৷’’

(৭০ বর্ষ ৩৯ সংখ্যা ১৮ মে, ২০১৮)