ধানের সহায়ক মূল্যের দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ

ধানের সহায়ক মূল্য, অকাল বর্ষণে ধান-আলুর ক্ষতিপূরণ, নারেগা প্রকল্পে ২০০ দিন কাজ ও ৪০০ টাকা মজুরি, বিএলঅ্যান্ডএলআরও অফিসের দুর্নীতি ও দালালচক্র বন্ধ ও খরা প্রতিরোধে স্থায়ী সেচের দাবিতে এবং সারের কালোবাজারির বিরুদ্ধে ৩ জানুয়ারি অল ইন্ডিয়া কিসান খেতমজদুর সংগঠনের ডাকে বাঁকুড়া জেলার খাতড়া পাম্প মোড়ে পথ অবরোধ ও খাতড়া এসডিও দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। ৬ জনের প্রতিনিধি দল এসডিও-র কাছে ৯ দফা দাবিতে স্মারকলিপি দেয়। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক তারাশঙ্কর গোপ ও ব্লক নেতৃত্ব অশোক মণ্ডল, সঞ্জয় ভুঁইঞ্যা, শ্যাম কিস্কু ও নিরানন্দ সর্দার।

গণদাবী ৭৪ বর্ষ ২৩ সংখ্যা ২১ জানুয়ারি ২০২২