দেওয়ানহাটে দলের কর্মীদের উপর আক্রমণ

দুয়ারে মদ প্রকল্প সাধারণ মানুষ এমনকী যারা তৃণমূলে যুক্ত মানুষও মানতে পারছেন না। এই প্রকল্প বাতিল, পিপিপি মডেলের নামে শিক্ষার বেসরকারিকরণ বন্ধ সহ নানা দাবিতে এসইউসিআই(সি)র পক্ষ থেকে ২২ মার্চ উত্তরকন্যা অভিযানের প্রচার চলেছে উত্তরবঙ্গ জুড়ে।

১৬ মার্চ কোচবিহারের দেওয়ানহাট সবজি বাজারে প্রচারের সময় অতর্কিতে একদল তৃণমূল আশ্রিত গুন্ডা এআইকেকেএমএস জেলা সম্পাদক মানিক বর্মন, কণা দাস ও পূর্ণিমা রবিদাসের উপর আক্রমণ করে এবং হুঙ্কার দেয় দুয়ারে মদ প্রকল্পের বিরুদ্ধে প্রচার করা চলবে না। ছাত্র নেতা বাসেদ আলিকে জোর করে টিএমসি অফিসে তুলে নিয়ে গিয়ে অত্যাচার চলায়। আহত বাসেদকে পুলিশ তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার করে। বাসেদ বর্তমানে কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এই সন্ত্রাসের প্রতিবাদে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল হয়। দলের কোচবিহার শহর লোকাল সম্পাদক কমরেড নেপাল মিত্র দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।