ত্রিপুরা : মিড ডে মিলের বেসরকারিকরণ বন্ধের দাবি

৬ দফা দাবিতে ১১ ফেব্রুয়ারি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা রাজ্য শাখা প্রাথমিক শিক্ষার ডিরেক্টরের নিকট ডেপুটেশন দেয়। তাদের দাবি– প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল চালু করতে হবে, টেট উত্তীর্ণদের চাকরি দিতে হবে, বেসরকারি সংস্থাকে মিড ডে মিলের বরাদ্দ দেওয়া চলবে না। নেতৃত্ব দেন সভাপতি সুভাষকান্তি দাস এবং সম্পাদক অসিত দাস।

(গণদাবী : ৭২ বর্ষ ২৮ সংখ্যা)