ত্রিপুরায় মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন

ফাইল চিত্র

রাজ্যের সকল সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নয়ন, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী নিয়োগ, সকল নাগরিকের অতি দ্রুত বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা, হোম কোয়ারেন্টাইনে থাকা রোগীদের উপযুক্ত চিকিৎসা ও খাদ্যের সুব্যবস্থা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, পেট্রোল-ডিজেলের উপর ট্যাক্স কমিয়ে দাম নিয়ন্ত্রণ, বিদ্যুতের নতুন সংযোগ সহ সকল প্রকার পরিষেবার উন্নতি, করোনা অতিমারি চলার সময় ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহণ ও নির্মাণ শ্রমিক সহ সকল কর্মহীন গরিব মানুষের প্রতিটি পরিবারকে মাসিক নগদ ৭ হাজার টাকা অনুদানের দাবিতে এবং ক্রমবর্ধমান চুরি, খুন, ধর্ষণ বন্ধ করতে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা-কর্মী সহ জনসাধারণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ১৪ জুন এস ইউ সি আই (সি) ত্রিপুরা রাজ্য সংগঠনী কমিটি মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেয়। দলের রাজ্য সম্পাদক কমরেড অরুণ ভৌমিক বলেন, জনজীবনের এই সমস্ত সমাধানে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

গণদাবী ৭৩ বর্ষ ৩৬ সংখ্যা