ত্রাণ বিতরণ কোচবিহারে

২৯ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কোচবিহার শহর ও কোচবিহার-১ ও কোচবিহার-২ নং ব্লকের বিভিন্ন এলাকায় পরিচারিকা, দোকান কর্মচারী, চর্মশিল্পী, ট্রাক ড্রাইভার, টোটো চালক, নির্মাণকর্মী ইত্যাদি দিন আনি দিন খাই মানুষের মধ্যে যোগাযোগ করে তাদের সমস্যার কথাপ্রশাসনকে জানানো হয়েছে। এস ইউ সি আই (সি) ও গণসংগঠন, মেডিকেল সার্ভিস সেন্টার, এনআরসি বিরোধী নাগরিক কমিটি, নিবেদিতা কালচারাল ফোরাম, চর্মশিল্পী সমিতির নামে ২৩০ জনকে চাল, ডাল, তেল, আলু, সাবান, সবজি বিতরণ করা হয়।