তেলেঙ্গানায় ছাত্র বিক্ষোভ

তেলেঙ্গানায় সরকারি ৭২০টি স্কুল, ৪৮টি ইন্টারমিডিয়েট কলেজ এবং ৫৫টি ডিগ্রি কলেজকে টি আর এস (তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি) সরকার বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে৷ গত বছর ডিগ্রি কোর্সে ফি ছিল ৪,২০০ টাকা, ব্যবসায়ীকরণের ফলে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০,০০০ টাকা৷ ছাত্র ও শিক্ষার উপর এই মারাত্মক আক্রমণের প্রতিবাদে এ আই ডি এস ও ২২ জুন বিক্ষোভ প্রদর্শন করে এবং সরকারের কুশপুত্তলিকা দাহ করে৷

(৭০ বর্ষ ৪৫ সংখ্যা ২৯ জুন, ২০১৮)