তৃতীয় পার্টি কংগ্রেস উপলক্ষে জেলায় জেলায় সম্মেলন

পশ্চিম মেদিনীপুর

পুরুলিয়া : দেশব্যাপী গণআন্দোলন শক্তিশালী করতে ও কমিউনিস্ট চরিত্র গড়ে তোলার সংগ্রাম বেগবান করতে দলের তৃতীয় কংগ্রেস উপলক্ষে ১১–১২ অক্টোবর পুরুলিয়া  শহরের শ্যাম ধর্মশালায় অনুষ্ঠিত হল তৃতীয় পুরুলিয়া জেলা সম্মেলন৷

১১ অক্টোবর পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে প্রতিনিধি অধিবেশনের সূচনা হয়৷ ১২ অক্টোবর অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ৷ সম্মেলন থেকে কমরেড অসিত ভট্টাচার্যকে সম্পাদক করে ৩০ সদস্যের নতুন জেলা কমিটি নির্বাচিত হয়৷ প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সৌমেন বসু৷ রাজ্য কমিটির পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড স্বপন ঘোষ এবং রাজ্য কমিটির সদস্য কমরেডস পঞ্চানন প্রধান এবং সৌরভ মুখার্জী৷

বীরভূম : ২১–২২ অক্টোবর সিউড়ি রামকৃষ্ণ হলে অনুষ্ঠিত হল এস ইউ সি আই (সি)–র বীরভূম জেলা সম্মেলন৷ ২১ অক্টোবর প্রকাশ্য অধিবেশনে বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক কমরেড মদন ঘটক৷ মূল আলোচনায় অংশ নেন রাজ্য কমিটির সদস্য কমরেড অমল মাইতি৷ উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কমরেডস সাধন রায় ও জীবন দাস৷

সম্মেলনে কমরেড মদন ঘটককে সম্পাদক করে ১১ জনের জেলা কমিটি নির্বাচিত হয়৷ প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কমরেড সাধন রায় ও কমরেড অমল মাইতি৷

কোচবিহার : ২১–২২ অক্টোবর কোচবিহার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় কমরেড সুব্রত চৌধুরী নগরের (কোচবিহার) সুকান্ত মঞ্চে৷ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড স্বপন ঘোষ, রাজ্য কমিটির সদস্য কমরেড তপন ভৌমিক, দার্জিলিং জেলা কমিটির সম্পাদক কমরেড গৌতম ভট্টাচার্য উপস্থিত ছিলেন৷ কমসোমলের সদস্যরা শহিদদের উদ্দেশে গার্ড অফ অনার প্রদর্শন করে৷ এরপর সভাগৃহে প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হয়৷

২১ অক্টোবর বিকালে প্রতিনিধি অধিবেশন শুরু হয়৷ জাতীয় পরিস্থিতি সংক্রান্ত দলিল ও আন্তর্জাতিক দলিলের উপর প্রতিনিধিরা আলোচনা করেন৷ কমরেড শিশির সরকারকে পুনরায় জেলা সম্পাদক করে ২১ জনের জেলা কমিটি গঠিত হয়৷

পূর্ব মেদিনীপুর : ৭–৮ অক্টোবর এস ইউ সি আই (সি)–এর পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় মেচেদায় শহিদ ক্ষুদিরাম ভবনে৷ ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদান ও দলের প্রতিষ্ঠাতা মহান মার্কসবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড সৌমেন বসু৷ বিদ্যাসাগর হলে প্রতিনিধি সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়৷ দ্বিতীয় অধিবেশন শুরু হয় তমলুক শহরের মানিকতলা পান বাজারে ৮ অক্টোবর৷ উপস্থিত ছিলেন কমরেড সৌমেন বসু সহ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মানব বেরা, কমরেড অমিতাভ চ্যাটার্জী, কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য এবং রাজ্য কমিটির সদস্য কমরেড পঞ্চানন প্রধান, কমরেড নন্দ কুণ্ডু প্রমুখ৷

সম্মেলনে কমরেড অনুরূপা দাসকে সম্পাদক করে ৩৬ জনের নতুন জেলা কমিটি গঠিত হয়৷ সম্মেলন শেষে একটি বর্ণাঢ্য মিছিল জনজীবনের নানা জ্বলন্ত দাবিতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তমলুক শহর পরিক্রমা করে৷

পশ্চিম মেদিনীপুর : কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলন ও শাসক শ্রেণির বিরুদ্ধে নিপীড়িত মানুষের সংগ্রামকে তীব্রতর করতে এস ইউ সি আই (সি)  ২১–২৬ নভেম্বর ঝাড়খণ্ডে দলের তৃতীয় পার্টি কংগ্রেসের আহ্বান করেছে৷ এর প্রস্তুতিতে ৮–৯ অক্টোবর মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয় তৃতীয় জেলা সম্মেলন৷ ৮ অক্টোবর রক্তপতাকা উত্তোলন এবং শহিদ বেদিতে মাল্যদানের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়৷ পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মানব বেরা৷ এরপর প্রতিনিধি অধিবেশন শুরু হয়৷ এই অধিবেশনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সম্পাদক কমরেড সৌমেন বসু, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মানব বেরা, রাজ্য কমিটির সদস্য কমরেডস সান্টু গুপ্ত, পঞ্চানন প্রধান, দিলীপ মাইতি, অনুরূপা দাস প্রমুখ৷

জেলা সম্মেলন থেকে কমরেড নারায়ণ অধিকারীকে সম্পাদক  করে সহ ২৪ জনের জেলা কমিটি নির্বাচিত হয়৷

নদীয়া : ১০–১১ অক্টোবর পল্লীশ্রী, কৃষ্ণনগরে এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ রাজ্য কমিটির পক্ষ থেকে এই সম্মেলনে অবজার্ভার ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড স্বপন ঘোষাল, রাজ্য কমিটির সদস্য কমরেডস সুজিত ভট্টশালী, সান্টু গুপ্ত,  গোপাল বিশ্বাস৷ এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কমরেড সেখ খোদাবক্স৷ সম্মেলনে কমরেড মৃণাল দত্তকে সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত করে ২১ সদস্যের কমিটি গঠন হয়৷ প্রকাশ্য অধিবেশনে প্রধান বক্তা ছিলেন কমরেড স্বপন ঘোষাল৷

দক্ষিণ দিনাজপুর : ২৫ অক্টোবর বালুরঘাটে অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুর জেলা কনভেনশন৷ শুরুতে রক্তপতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড স্বপন ঘোষাল৷ এরপর তিনি, রাজ্য কমিটির সদস্য কমরেড শিশির সরকার, জেলা কনভেনর কমরেড গোপেশ মহন্ত ও অন্যান্য সদস্যরা শহিদ বেদিতে মাল্যদান করেন৷

আন্তর্জাতিক ও জাতীয় পরিস্থিতি নিয়ে আলোচনার পর কমরেড স্বপন ঘোষাল বক্তব্য রাখেন৷ কমরেড গোপেশ মহন্তকে সম্পাদক করে ৯ জনের জেলা সংগঠনী কমিটি গঠিত হয়৷

(৭১ বর্ষ ১৩ সংখ্যা ৯ – ১৫ নভেম্বর, ২০১৮)