ডি এস ও–র ডাকে মেডিকেল ছাত্রদের ধর্মঘট সর্বাত্মক

70 Year 33 Issue 6 April, 2018

অগণতান্ত্রিক ন্যাশনাল মেডিকেল কমিশন বিল সম্পূর্ণ বাতিলের দাবিতে ২ এপ্রিল এ আই ডি এস ও–র ডাকে রাজ্যের সব মেডিকেল ও ডেন্টাল কলেজে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হয়৷ টি এম সি পি ধর্মঘটের বিরোধিতা করলেও ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাস বয়কট করেন৷ চিকিৎসক ও শিক্ষকরাও এই ধর্মঘটের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছেন৷ এদিন সর্বভারতীয় স্তরে এ আই ডি এস ও প্রতিবাদ দিবস পালন করে৷ ধর্মঘট সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড সৌরভ ঘোষ৷ ধর্মঘটের পর এদিন এন আর এস মেডিকেল কলেজ থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে মৌলালি মোড়ে পথ অবরোধ করেন৷ সেখানে রাজ্য সভাপতি ডাঃ মৃদুল সরকার বলেন, ধর্মঘটের রায় মেনে অবিলম্বে এন এম সি বিল বাতিল করতে হবে৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছাত্ররা ক্লাস বয়কট করে কলেজ চত্বরে মিছিল করে এন এম সি বিল বাতিলের দাবি জানান৷