ডাক্তার–নার্স–কর্মচারী নিয়োগের দাবিতে নার্সরা আন্দোলনে

70 Year 32 Issue 30 March 2018

সরকারি হাসপাতালে নার্স, ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্য–কর্মীর অপ্রতুলতায় রোগী পরিষেবা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে৷ এর প্রতিবাদে ৭ মার্চ ‘নার্সেস ইউনিটি’র নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়৷ এন আর এস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালের তিন শতাধিক নার্সিং কর্মচারী মিছিলে সামিল হন৷

মিছিল রানি রাসমণি অ্যভিনিউতে এসে পৌঁছলে সেখানে সভা অনুষ্ঠিত হয়৷ সভা পরিচালনা করেন সংগঠনের সভানেত্রী প্রীতি তারণ৷ সভাস্থল থেকে সংগঠনের সম্পাদিকা পার্বতী পালের নেতৃত্বে চারজনের এক প্রতিনিধি দল রাজ্যের শিক্ষামন্ত্রীর নিকট ১৩ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন৷ মন্ত্রী সমস্যাগুলি শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন৷ প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহ সম্পাদিকা ভাস্বতী মুখার্জী, মেদিনীপুর মেডিকেল কলেজের গৌরী কর ও কলকাতার বিদ্যাসাগর হাসপাতালের কেকা করণ৷