ট্রেন বাড়ানোর দাবিতে কাটোয়া স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেল স্টেশনে কাটোয়া–বর্ধমান ও কাটোয়া–আমোদপুর রেল লাইনে ন্যূনতম ৬ জোড়া ট্রেন চালু ও ৭ নম্বর প্ল্যাটফর্মে নির্মিত নতুন টিকিট কাউন্টারটি অবিলম্বে চালু করার দাবিতে ১৪ জুলাই কাটোয়া স্টেশন ম্যানেজারের কাছে হাওড়া ডিভিশনের ডিআরএম–এর উদ্দেশ্যে লিখিত দাবিপত্র পেশ করা হয়৷ লাইন দুটিতে দীর্ঘ সাত মাস ধরে চলছে মাত্র এক জোড়া ট্রেন৷ এর বিরুদ্ধে ‘কাটোয়া–বর্ধমান ও কাটোয়া–আমোদপুর রেলওয়ে যাত্রী কমিটি’র উদ্যোগে দুই শতাধিক মানুষ মিছিল করে স্টেশন ম্যানেজারের অফিসের সামনে সমবেত হন৷ ডেপুটেশনে নেতৃত্ব দেন রবীন্দ্রনাথ পাল, সানি আজাদ, কিশোর দফাদার প্রমুখ রেলযাত্রী কমিটির নেতৃবৃন্দ৷ এক মাসের মধ্যে ট্রেন চালু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা ঘোষণা করা হয়৷

(৭০ বর্ষ ৪৮ সংখ্যা ২০ জুলাই, ২০১৮)