জাতীয় শিক্ষানীতি রূপায়ণে ইউজিসি-র তৎপরতার বিরুদ্ধে ৮ ডিসেম্বর দেশজুড়ে বিক্ষোভ দেখাবে সেভ এডুকেশন কমিটি

ফাইল চিত্র

জাতীয় শিক্ষানীতি-২০২০ কার্যকর করার জন্য উপাচার্যদের নামাতে চলেছে মোদি সরকার। এই উদ্দেশ্যে ইউজিসি-কে দিয়ে সম্প্রতি এক সার্কুলার জারি করা হয়েছে। ইউজিসি-র চেয়ারম্যান ডি পি সিং নির্দেশিকায় বলেছেন, জাতীয় শিক্ষানীতি দ্রুত কার্যকর করার জন্য অবিলম্বে ‘ন্যাশনাল এডুকেশন পলিসি সেল’ (নেপসেল) গঠন করতে হবে।

সরকারের এই ভূমিকার তীব্র বিরোধিতা করেছে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি। কমিটির সম্পাদক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরুণ নস্কর বলেন, ‘ইউজিসি-র মতো স্বশাসিত সংস্থা কোনও দিনই এমন নগ্নভাবে সরকারের নীতির পক্ষে নির্দেশ জারি করেনি।’ তিনি আরও বলেন, ‘এই নীতির মাধ্যমে শিক্ষা তথা উচ্চশিক্ষা অনলাইন ভিত্তিক হবে। দরজা খুলবে শিক্ষার কর্পোরেটাইজেশনের। শিক্ষা চলে যাবে উচ্চবিত্তদের কাছে।’ তিনি বলেন, একে যে কোনও মূল্যেই হোক প্রতিরোধ করতে হবে। আগামী ৮ ডিসেম্বর এর বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষক-অভিভাবক-ছাত্ররা সেভ এডুকেশন কমিটির ডাকে বিক্ষোভ অবস্থানে সামিল হবে।