জলের দাবিতে বিক্ষোভ রঘুনাথপুরে

পুরুলিয়া জেলার রঘুনাথপুর ব্লকের খাজুরা, নূতনডি অঞ্চলের গ্রামগুলিতে কয়েক হাজার পরিবারের বাস। কিন্তু পানীয় জলের সুব্যবস্থা নেই। ১০০টি পরিবারের জন্য দুটি মাত্র কল। আবার কোনও গ্রামে বেশিরভাগ নলবাহিত কলে জল পড়ে না। গভীর নলকূপেও পানের যোগ্য জল পড়ে না। কোথাও ফ্লুরাইড দূষণ রয়েছে। এই সমস্যা সমাধানের দাবিতে গ্রামবাসীদের গণস্বাক্ষর করে ৬ সেপ্টেম্বর রঘুনাথপুর ব্লকের বিডিও-র কাছে ডেপুটেশন দেয় নাগরিক প্রতিরোধ মঞ্চ রঘুনাথপুর শাখা। কমিটির নেতৃত্বে গ্রামবাসীরা ব্লক অফিসের গেটে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। কমিটির আহ্বায়ক নারায়ণ চন্দ্র ঝেরাইত জানান, স্বাধীনতার ৭৫ বছর পরে পানীয় জলের জন্য আমাদের রাস্তায় নামতে হবে কোনওদিন ভাবিনি। তবে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

গণদাবী ৭৪ বর্ষ ৮ সংখ্যা