জলপাইগুড়িতে ডিএম দপ্তরে মোটরভ্যান চালকদের বিক্ষোভ

চালকদের ওপর পুলিশি হয়রানি বন্ধ এবং টিন নম্বর দেওয়ার দাবিতে সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে ১৪ ডিসেম্বর ডিএম দপ্তর অভিযান হয়৷ ৩০০ জনেরও বেশি মোটরভ্যান চালক মিছিল করে ডেপুটেশন দেন৷ এর পর এক বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সম্পাদকমণ্ডীর সদস্য কমরেড জয় লোধ৷ তিনি বলেন, ৭ দিনের মধ্যে টিন নম্বর না দিলে জেলার সমস্ত প্রধান সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলন শুরু হবে৷