চিটফান্ডে প্রতারিতদের রাজ্য জুড়ে পথ অবরোধ

চিটফান্ড আমানতকারীদের সুদ সহ টাকা ফেরত, সরকারি প্রতিশ্রুতি মতো এজেন্টদের নিরাপত্তা, আত্মহত্যাকারী আমানতকারীদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ সহ ৬ দফা দাবিতে ২১ ডিসেম্বর সারা রাজ্যে রেল ও সড়ক অবরোধ করা হয়৷ অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে এই অবরোধে শত শত আমানতকারী ও এজেন্ট সক্রিয় অংশগ্রহণ করেন৷

কলকাতা, বালুরঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা সহ রাজ্যের ২৩টি জেলায় ৪৩টি রেল স্টেশন, ৩৮ জায়গায় জাতীয় সড়ক এবং ২৩ জায়গায় রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে৷ এতে সারা রাজ্যে ৫৫৩ জন গ্রেফতার হয়েছেন, এঁদের মধ্যে ১২১ জন মহিলা৷ দাবি আদায় না হলে, আগামী ২১ জানুয়ারি নবান্ন অবরোধে ১ লক্ষ আমানতকারী ও এজেন্ট সামিল হবেন৷

ডায়মন্ড হারবার

(গণদাবী : ৭১ বর্ষ ২০ সংখ্যা)