চাকরির দাবিতে রাজ্যে রাজ্যে যুব বিক্ষোভ

মধ্যপ্রদেশ : সমস্ত কর্মক্ষম মানুষের চাকরি অথবা বেকার ভাতা দেওয়া এবং কাজের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে এআইডিওয়াইও–র মধ্যপ্রদেশ রাজ্য কমিটির উদ্যোগে ৫ অক্টোবর ভোপালে যুব বিক্ষোভ প্রদর্শিত হয়৷ বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি কমরেড জুবের রব্বানি, রাজ্য সভাপতি কমরেড লোকেশ শর্মা প্রমুখ৷ মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক কমরেড প্রমোদ নামদেব৷

দিল্লি : সরকারি সমস্ত দপ্তরে শূন্যপদে নিয়োগ, সকলের জন্য কাজ, কাজ না দেওয়া পর্যন্ত বেকারভাতা, কাজের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসাবে ঘোষণার দাবিতে এআইডিওয়াইও দিল্লি রাজ্য কমিটির ডাকে ৫ অক্টোবর যুবকরা দিল্লিতে বিক্ষোভ দেখান৷ ৪০ হাজারেরও বেশি যুবকের স্বাক্ষর সংবলিত দাবিপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করা হয়৷ বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন সংগঠনের  সর্বভারতীয় সহ সভাপতি লোকেশ শর্মা, রাজ্য সভাপতি প্রকাশ দেবী এবং সম্পাদক অমরজিৎ৷

হরিয়ানা : ২৮ সেপ্ঢেম্বর এ আই ডি ওয়াই ও হরিয়ানা রাজ্য সাংগঠনিক কমিটির উদ্যোগে গুরগাঁওয়ের কমলা নেহরু পার্কে যুব বিক্ষোভ অনুষ্ঠিত হয়৷ বেকার যুবকদের চাকরির দাবিতে এই যুব সমাবেশে সভাপতিত্ব করেন কমরেড বলবান সিংহ৷ প্রধান বক্তা সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড প্রতিভা নায়ক বেকার সমস্যা সমাধানে কেন্দ্রীয় বিজেপি সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন৷ এ ছাড়া বক্তব্য রাখেন কমরেডস অজয় কুমার, ব্রিজমোহন, দেবেন্দ্র, ওজির সিংহ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে গণস্বাক্ষর সংবলিত দাবিপত্র কমিশনারের মাধ্যমে পেশ করা হয়৷

(৭১ বর্ষ ১১ সংখ্যা ১২ – ১৮ অক্টোবর, ২০১৮)