খুরশিদের মন্তব্যে বিপাকে কংগ্রেস–সিপিএম

আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের সাথে এক সাক্ষাৎকারের সময় প্রবীণ কংগ্রেস নেতা, প্রাক্তন মন্ত্রী সলমন খুরশিদকে এক ছাত্র প্রশ্ন করেছিল কংগ্রেস শাসনে সাম্প্রদায়িক দাঙ্গা প্রসঙ্গে৷ এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কংগ্রেসের হাতেও মুসলিমদের রক্তের দাগ’৷ শুধু মুসলিম রক্তই নয়, বিজেপি শাসনের মতো কংগ্রেস শাসনেও সব ধর্ম–বর্ণের মানুষের মৃত্যু হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গায়৷ খুরশিদ সাহেব নতুন কথা বলেছেন এমন নয়৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর দিল্লিতে যে তিন হাজারের বেশি শিখ সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছিল তার কারিগরও ছিল কংগ্রেস৷ ১৯৮৬ সালে বাবরি মসজিদের তালা রাজীব গান্ধী খুলে দিয়েছিলেন, যার পরিণতিতে ১৯৯২ সালে বিজেপি–আরএসএস–বিশ্বহিন্দু পরিষদ–বজরং দলের ধর্মগুণ্ডাদের হাতে বাবরি মসজিদ ধ্বংস হয় এবং সারা দেশে দাঙ্গায় দু’হাজারের বেশি মানুষ মারা যায়৷ ষাটের দশকে দীর্ঘ কংগ্রেস শাসনে প্রতিবছরই ৩০০–৪০০ করে সাম্প্রদায়িক সংঘর্ষের পুলিশ রেকর্ডের উল্লেখ পাওয়া যায় শৈলেশকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা দাঙ্গার ইতিহাস বইতে৷ এর পরেও কংগ্রেস ধর্মনিরপেক্ষ  (সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, ২৫.৪.২০৭)

(৭০ বর্ষ ৩৬ সংখ্যা ২৭ এপ্রিল, ২০১৮)