খরা প্রতিরোধের দাবিতে বাঁকুড়ায় ব্লকে ব্লকে কৃষক বিক্ষোভ

খরায় জ্বলছে বাঁকুড়া৷ আমনের ভরা মরশুমেও চাষিরা কাজে নামতে পারছেন না৷ নেই গ্রামীণ মজুরদের কাজ৷ এই অবস্থায় অল ইন্ডিয়া কিষাণ–খেতমজদুর সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির ডাকে ব্লকে ব্লকে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন কৃষকরা৷ স্থায়ী সেচ, বকেয়া মজুরি প্রভৃতি দাবিতে ২১ জুলাই রানিবাঁধ বিডিও–তে বিক্ষোভ দেখান চাষিরা৷ বিডিও চাষিদের সার–কীটনাশক প্রদান ও ১০০ দিনের কাজে বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন৷ বিক্ষোভে নেতৃত্ব দেন কমরেড মানিক মহাপাত্র৷ উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমরেড তারাশঙ্কর গোপ৷

২৩ জুলাই হীড়বাঁধ,  ওন্দা,  বাঁকুড়া–২ এবং গঙ্গাজলঘাটি ব্লকের বিডিও দপ্তরগুলিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ হীড়বাঁধের গ্রামগুলি থেকে আসা কৃষকরা মিছিল করে বিডিও দপ্তরে যান৷ বিডিও বকেয়া মজুরি মেটানো ও কাজ দেওয়ার আশ্বাস দেন৷ জেলা সম্পাদকের উপস্থিতিতে এখানকার কর্মসূচিতে নেতৃত্ব দেন কমরেড গণেশ হাঁসদা ও কমরেড অশোক মণ্ডল৷ ওন্দায় আন্দোলনের ফলে বিডিও গরিব মানুষের বাড়ি তৈরি ও বার্ধক্য ভাতা প্রদানের আশ্বাস দেন৷ বাঁকুড়া–২ এবং গঙ্গাজলঘাটিতে বিডিও সেচের সুনির্দিষ্ট স্কিমের প্রস্তাব কার্যকর করার আশ্বাস দেন৷ এই দুই জায়গায় বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা সভাপতি কমরেড দিলীপ কুণ্ডু৷

(গণদাবী : ৭২ বর্ষ ১ সংখ্যা)