ক্ষতিপূরণ চেয়ে মথুরাপুর ২ ব্লকের বিডিও এবং রায়দিঘি থানায় সহস্রাধিক মানুষের বিক্ষোভ

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য থেকে বঞ্চিত করার প্রতিবাদে, তৃণমূল কংগ্রেস ও সিপিএম পরিচালিত পঞ্চায়েতগুলিতে সীমাহীন স্বজনপোষণ, দলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম নথিভুক্ত করে ক্ষতিপূরণের দাবিতে এস ইউ সি আই (সি)–র ডাকে ২৪ জুন মথুরাপুর–২ বিডিও এবং রায়দিঘি থানা অভিযান হয়৷ সহস্রাধিক মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সামিল হন৷ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও এই দাবিতে আন্দোলন চলছে৷

বিডিওতে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি রায়দিঘি থানাতে কমরেড গুণসিন্ধু হালদারের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল আইসি মন্দিরবাজার, এবং ওসি–র সাথে আলোচনা করেন৷ পঞ্চায়েতগুলির দেওয়া দুর্নীতিতে ভরা তালিকা নিয়ে তদন্তের দাবি তোলেন তাঁরা৷ দাবি মেনে বিডিও এবং আই সি জানান, এ নিয়ে তদন্ত এবং যাঁরা প্রকৃত প্রাপক নয় তাঁদের থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ আন্দোলনের ফলে সমস্ত ক্ষেত্রেই তদন্ত এবং প্রকৃত ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ দেওয়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন বিডিও৷ থানা থেকেও বলা হয় ক্ষতিগ্রস্তরা আবেদন করতে পারেন৷ কোনও শেষ তারিখ এখনই প্রশাসন ঘোষণা করবে না৷ থানা ডেপুটেশন শেষে আন্দোলনকারীরা মিছিল করে কোম্পানির ঠেক মোড়ে এলে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷ পাড়ায় পাড়ায় দুর্নীতি বিরোধী প্রতিরোধ বাহিনী গড়ে তুলে আন্দোলনের আহ্বান জানানো হয়৷