Breaking News

কেশিয়াড়ীতে কৃষকদের ডেপুটেশন

অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠন ২৭ জুন কেশিয়াড়ী ব্লকে বিক্ষোভ দেখায়৷ বিডিও,  ব্লক সহকৃষি অধিকর্তা ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকের কাছে দাবিপত্র পেশ করা হয়৷ অবিলম্বে সঠিক পদ্ধতিতে সরকারি উদ্যোগে সহায়ক মূল্যে বোরো ধান কেনা, আমন মরসুমে কেবল স্বর্ণমসুরী নয় সব রকম ধান কেনা, ১০০ দিনের কাজ পুনরায় চালু করা, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, সার–বীজ–কীটনাশকে দাম কমানোর দাবি জানানো হয়৷ প্রায় এক বছর পেরিয়ে গেলেও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন না হওয়ায় নানা কাজকর্ম ব্যাহত হচ্ছে৷ ফলে চাষিরা বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন৷ সম্প্রতি ফণী ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিরা বিমা কোম্পানি মারফত এখনও পর্যন্ত কোনও ক্ষতিপূরণ না পাওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার কথা তুলে ধরেন বক্তারা৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৮ সংখ্যা)