কেন্দ্রীয় বাজেট কৃষকস্বার্থ বিরোধী : এআইকেকেএমএস

ফাইল চিত্র

৫ জুলাই অল ইন্ডিয়া কিষান ও খেতমজদুর সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড সত্যবান কেন্দ্রীয় বাজেট সম্পর্কে এক প্রেস বিবৃতিতে বলেন, ‘‘এই বাজেট কৃষক ও গরিব জনসাধারণের স্বার্থবিরোধী৷ ডিজেল এবং পেট্রোলে কর বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন খরচ বাড়বে৷ সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে৷’’

তিনি বলেন, ‘‘খরার প্রকোপে বিপন্ন কৃষকদের সাহায্য করার বদলে সেচের বরাদ্দে ৪৩৩ কোটি টাকা ছাঁটাই করা হয়েছে৷ কৃষকের আয় দ্বিগুণ করা এবং ভূমিহীন খেতমজুরদের কর্মসংস্থানের ব্যাপারে একটি শব্দও বলা হয়নি এই বাজেটে৷ ঋণ মকুব ও ফসলের ন্যায্য দাম দেওয়ার সরকারি প্রতিশ্রুতি ভোলানোর জন্য ঢাকঢোল পিটিয়ে যে ‘কিষান সম্মান নিধি’র প্রচার হয়েছিল, বাজেটে সে প্রসঙ্গেও কোনও কথা বলা হয়নি৷’’ জনবিরোধী এই বাজেটের বিরুদ্ধে দরিদ্র শোষিত কৃষকদের একজোট হয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছে এআইকেকেএমএস৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৮ সংখ্যা)