কেন্দ্রীয় কমিটির প্রবীণ সদস্য কমরেড তপন রায়চৌধুরীর জীবনাবসান

এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তপন রায়চৌধুরী করোনা ও ফুসফুসের ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় ৪ আগস্ট দুপুরে কলকাতা হার্টক্লিনিক অ্যান্ড হসপিটালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন৷ তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর৷

১৯৫৬ সালে ছাত্রাবস্থায় অল ইন্ডিয়া ডি এস ও–র সাথে যুক্ত হয়ে তিনি ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীকালে এস ইউ সি আই (সি) দলের সঙ্গে যুক্ত হন৷

৬০ এর দশকের শুরু থেকে পশ্চিমবাংলায় ভাষা শিক্ষা আন্দোলন সহ শিক্ষার দাবিতে যত আন্দোলন হয়েছে এবং শিক্ষক সমাজের গণতান্ত্রিক দাবি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যত শিক্ষক আন্দোলন হয়েছে সবগুলিতেই তিনি প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন৷ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক ও সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন দক্ষতা ও সুনামের সাথে৷

সিঙ্গুর–নন্দীগ্রাম আন্দোলনে তিনি বিশিষ্ট সংগঠকের ভূমিকা পালন করেছেন৷ এই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্পী–সাংস্কৃতিক কর্মী ও বুদ্ধিজীবী মঞ্চের একজন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা ছিলেন তিনি৷ এ রাজ্যে কংগ্রেস–সিপিএম এবং তৃণমূল শাসনকালে দলের নেতৃত্বে যত গণআন্দোলন গড়ে উঠেছে সবগুলিতেই তিনি নেতৃত্বকারী ভূমিকা পালন করেন৷

দলের সংগঠনেও তিনি দীর্ঘদিন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য থেকে মূল্যবান ভূমিকা পালন করেছেন৷ ২০১৮ সালে তৃতীয় পার্টি কংগ্রেসে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন৷ তাঁর স্ত্রী পার্টির সঙ্গে যুক্ত এবং দলের মহিলা সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন৷ তার পরিবারের অন্যেরাও দলের সমর্থক৷ গুরুতর অসুস্থ হওয়ার আগে পর্যন্ত দীর্ঘদিন তিনি পার্টি সেন্টারে ছিলেন৷

তাঁর মৃত্যুতে দল এবং গণতান্ত্রিক আন্দোলন বিশেষভাবে শিক্ষা আন্দোলন ও শ্রমজীবী মানুষের গণআন্দোলন অত্যন্ত যোগ্য এক নেতা ও সংগঠককে হারালো৷

কমরেড তপন রায়চৌধুরী লাল সেলাম