কৃষি-সমস্যা সমাধানের দাবিতে এআইকেকেএমএস-এর বিক্ষোভ

কেশিয়াড়িঃ সার-বীজ-কীটনাশক সহ সমস্ত কৃষি উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রাসায়নিক সারের কালোবাজারি, সেচ, লাঙল ও কৃষির জন্য ব্যবহৃত বিদ্যুৎ ও ডিজেলের অগ্নিমূল্যের প্রতিবাদে এবং ফসলের ন্যায্য মূল্যের দাবিতে ২১ জুলাই পশ্চিম মেদিনীপুরে এআইকেকেএমএস-এর কেশিয়াড়ি ব্লক কমিটি প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়। কিসান মান্ডিতে ধান বিক্রির ক্ষেত্রে হয়রানি ও দুর্নীতির প্রতিবাদ জানানো হয়। কৃষিপণ্য ও কৃষি উপকরণ কেনা-বেচার ক্ষেত্রে রাষ্ট্রীয় বাণিজ্য ও ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইন চালুর দাবি জানানো হয় সংগঠনের ব্লক নেতৃবৃন্দের পক্ষ থেকে।

মঙ্গলকোটঃ ২২ জুলাই পূর্ব বর্ধমান জেলায় এআইকেকেএমএস-এর মঙ্গলকোট থানা কমিটির পক্ষ থেকে মিছিল করে বিডিও দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।