কৃষক ধরনায়় হামলার তীব্র নিন্দা

বিহারের মুজফফরপুরে সর্বভারতীয় কৃষক সংগ্রাম সমন্বয় সমিতির নেতৃত্বে দু’মাস ধরে লাগাতার চলতে থাকা ধরনা ভাঙতে ১১ ফেব্রুয়ারি হামলা চালায় বিশ্ব হিন্দু পরিষদ। এই ঘটনার তীব্র নিন্দা করে এসইউসিআই(সি) বিহার রাজ্য কমিটির সম্পাদক কমরেড অরুণ সিং এক বিবৃতিতে বলেন, বিশ্ব হিন্দু পরিষদের আশ্রিত গুণ্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের উপর এই ধরনের জঘন্য আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি জনসাধারণকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, কৃষকরা প্রবল উৎসাহে পুনরায় ধরনা শুরু করে দেন।

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৫০ দিন ধরে চলতে থাকা কৃষক ধরনা ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে বিজেপি সরকারের পুলিশ মুখোশধারী গুন্ডাদের সাথে নিয়ে ভেঙে দেয়। এর বিরুদ্ধে সেখানকার সব স্তরের গণতান্ত্রিক মানুষে সোচ্চার হন এবং পুলিশের এই জঘন্য আচরণের তীব্র নিন্দা করেন। দলের মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড প্রতাপ সামল প্রশাসনের এই ভূমিকার নিন্দা করে জনসাধারণকে বিজেপি সরকারের জনবিরোধী কৃষিনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ২৩ সংখ্যা_২৬ ফেব্রুয়ারি, ২০২১)